মাধবপুরের শাহজাহানপুর ইউপিতে নৌকার জয়

মাধবপুর প্রতিনিধি


অক্টোবর ২০, ২০২০
০৮:৪৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২০
০৮:৪৩ অপরাহ্ন



মাধবপুরের শাহজাহানপুর ইউপিতে নৌকার জয়

বাবুল হোসেন খাঁন

শান্তিপূর্ণভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে জয়লাভ করেছেন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের প্রার্থী বাবুল হোসেন খাঁন।

বাবুল হোসেন খাঁন ৭ হাজার ৩০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পারভেজ হোসেন চৌধুরী পেয়েছেন ২ হাজার ২৫০ ভোট। আরেক প্রার্থী ছিলেন অটোরিকশা প্রতীকের আফজাল হোসেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে শাহজানপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকেই কেন্দ্রে কমতে তাকে ভোটারের সংখ্যা। আর বেলা দেড়টার পর থেকেই কয়েকটি কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়ে। এরপর বিকেল ৫টার পর ভোট গননা শুরু হয়। সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত বার্তায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শাহজানপুর ইউনিয়নের উপনির্বাচনে ২৪ হাজার ৬৪৭ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৮৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৫ শতাংশ ভোটার। এর মধ্যে ১৬০টি ভোট বাতিল হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই এই ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

এসএম/আরআর-১৪