সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২১, ২০২০
০৮:৩৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২০
০৮:৩৭ পূর্বাহ্ন
ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের আর্মব্যান্ড উঠল বাহুতে। গোল করে প্রতিদান দিলেন ব্রুনো ফের্নান্দেস। কিন্তু এগিয়ে যাওয়ার স্বস্তি কেড়ে নিল অঁতনি মার্সিয়ালের আত্মঘাতী গোল। শেষ দিকে জমে ওঠা ম্যাচে মার্কাস র্যাশফোর্ডের দারুণ গোলে চ্যাম্পিয়ন্স লিগে গতবারের রানার্সআপ পিএসজিকে হারিয়ে শুভসূচনা করল উলে গুনার সুলশারের দল।
প্যারিসে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। নেইমার-এমবাপে-মারিয়ায় সাজানো স্বাগতিকদের শক্তিশালী আক্রমণভাগ পায়নি জালের দেখা।
২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের পর প্রথম দেখায় নিজেদের মাঠে আবারও হারল পিএসজি। সেবার ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে জয়ের পর ফরাসি ক্লাবটি নিজেদের মাঠে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল।
এএন/০৬