তাহিরপুর প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২০
০৪:২২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২০
০৪:২২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় মদ ও বিয়ারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, টেকেরঘাট বিওপি'র নায়েক শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে তাকে আটক করা হয়।
আটক হওয়া যুবক উপজেলার বড়ছড়া গ্রামের মো. জিলু মিয়ার ছেলে মো. জনিক মিয়া(২০)।
এ সময় তার কাছ থেকে ৩ বোতল ভারতীয় মদ এবং ১ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মেসবা্হ উদ্দীন রাসেল জানিয়েছেন, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিএ-১১