সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত ১৮টি সড়কের সংস্কার কাজ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২১, ২০২০
০৫:৩৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২০
০৫:৩৬ অপরাহ্ন



সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত ১৮টি সড়কের সংস্কার কাজ শুরু

সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১৮টি সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী জনগুরুত্বপূর্ণ এই সড়কগুলো গত চারদফা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

‘মুজিববর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্যে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস প্রকল্পের উদ্যোগে এ সংস্কার কাজ চলছে। রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ-ধনপুর-মেরুয়াখলা সড়কটির সংস্কার কাজ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশল (মেকানিক্যাল) মো. আকবর আলী, বিশ্বম্ভরপুর উপজেলার চেয়ারম্যান সফর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর চন্দ্র বিশ্বাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, চারদফা বন্যায় সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সবগুলো রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। জেলার ১৮টি গুরুত্বপূর্ণ সড়ক এই মাসের মধ্যেই সংস্কার সম্পন্ন হবে। তাছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর তথ্য ও বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন পাঠানো হয়েছে।

 

এসএস/আরআর-০১