তাহিরপুর প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬০ জন কৃষক অংশ নেন।
প্রশিক্ষণে বক্তব্য দেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের মনিটরিং কর্মকর্তা মো. কুতুব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
এএইচ/আরআর-০৮