আলজেরিয়া নারীদের অধিকার আদায়ের ফুটবল

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২২, ২০২০
০৪:৫১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২০
০৪:৫৪ পূর্বাহ্ন



আলজেরিয়া নারীদের অধিকার আদায়ের ফুটবল

রাজধানীর রাজপথে যখন এক তরুণীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে তখনই আলজেরিয়ার পূর্বাঞ্চলের কাবেলিতে চলছিল নারীদের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর৷ ধর্ষকের মৃত্যুদণ্ড এবং নারীর সমান অধিকারের দাবি উঠেছে সেখানেও৷
পাহাড়ি এলাকার ছোট্ট গ্রাম সাহেলের মাঠে স্থানীয় নারী ফুটবলাররা এবার খেলেছেন নারীর জন্য আরো অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে৷ ম্যাচ শুরুর আগে দু দলের খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময় করেন। পাহাড় ঘেরা মাঠের চারপাশে বসে খেলা উপভোগ করছেন দর্শকরা৷


নির্ধারিত সময়ে জয়-পরাজয় নির্ধারিত না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে৷ টাইব্রেকারে জয়ের আনন্দই আলাদ৷ ট্রফি হাতে বিজয়ীদের উচ্ছাসেও তা পরিষ্কার৷
এ মাসের শুরুর দিকে রাজধানী আলজিয়ার্স থেকে ৮০ কিলোমিটার দূরের এক পেট্রোল পাম্পে ১৯ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়৷ বিক্ষোভে ফেটে পড়েন নারীরা৷
এএন/০৩