জগন্নাথপুরে মণ্ডপগুলোতে শারদীয় উপহার দিলেন পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর প্রতিনিধি


অক্টোবর ২৪, ২০২০
০৪:৩৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৬:০৭ অপরাহ্ন



জগন্নাথপুরে মণ্ডপগুলোতে শারদীয় উপহার দিলেন পরিকল্পনামন্ত্রী

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মণ্ডপগুলোতে অর্থ উপহার প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যে ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত উদ্যেগে এ উপহার প্রদান করা হয়। 

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। পরে উপজেলার ৪১টি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে মোট ৮২ হাজার টাকা বিতরণ করা হয়।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, 'জগন্নাথপুরের মণ্ডপে মণ্ডপে শারদীয় উৎসব চলছে। পরিকল্পনামন্ত্রীর নির্দেশে আমরা পূজামণ্ডপগুলোতে ঘুরে ঘুরে খোঁজ-খবর নিচ্ছি। শারদীয় আনন্দ উৎসব উপলক্ষে মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমরা নগদ অর্থ প্রদান করেছি।'

 

এএ/বিএন/আরআর-০১