শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২০
১১:৫৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৫, ২০২০
১১:৫৮ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের শ্রীরামপুর হাফিজিয়া মাদরাসার দুই ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে নিখোঁজ রয়েছে এই দুই ছাত্র।
নিখোঁজ দুই ছাত্রের একজন নুরপুর ইউনিয়নের গোয়াহাটি গ্রামের মো. সাহাবুদ্দিনের ছেলে মো. শিবলু মিয়া (১৩) ও অন্যজন সুজাতপুর বানিয়াচংয়ের নুরুজ আলীর পুত্র মো. মেহেদী হাসান (১১)।
জানা গেছে, গতকাল শনিবার শ্রীরামপুর হাফিজিয়া মাদরাসায় অধ্যয়নরত ওই দুই ছাত্র মাদরাসা থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় তাদের পরিবারের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে (নং-১৩৫২)। কোনো সহৃদয়বান ব্যক্তি দুই কোমলমতি শিশুর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে বা শায়েস্তাগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এসডি/আরআর-০৬