সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৬, ২০২০
১০:৪২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৬, ২০২০
১০:৪২ অপরাহ্ন
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ইসলাম বিরোধী মন্তব্যে সরব পুরো মুসলিম বিশ্ব। ‘বয়কট ফ্রান্স’ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে তুমুল প্রতিবাদ। এবার শামিল হলেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফ্রান্সেরই বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা। মাখোঁর কটূক্তির কারণে আর ফ্রান্স জাতীয় দলেই খেলবেন না পগবা।
ব্রিটিশ দৈনিক দ্য সান বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। তবে এ ব্যাপারে ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পল পগবা কারও সরাসরি বক্তব্য প্রকাশ করা হয়নি। নিশ্চুপ রয়েছে উভয়পক্ষই।
এএন/০৩