রোনালদোকে নিয়ে দুশ্চিন্তায় জুভেন্টাস

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৭, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন



রোনালদোকে নিয়ে দুশ্চিন্তায় জুভেন্টাস

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে ইতালিতে ফিরে আসায় শাস্তির ঝুঁকিতে আছেন তিনি। ইতালির ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, করোনা প্রটোকল ভাঙার অভিযোগে রোনালদোর বিরুদ্ধে তদন্ত চলছে।
করোনা আক্রান্ত রোনালদোর কারণে দুশ্চিন্তায় রয়েছে জুভেন্টাস। দলে তারকার কমতি না থাকলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর শূন্যতা কেউ পূরণ করতে পারছেন না। পর্তুগিজ ফরোয়ার্ডকে ছাড়া জিততেই যেন ভুলে গেছে জুভেন্টাস। রোনালদোর অনুপস্থিতিতে সেরি-এ লিগে টানা দুই ম্যাচ ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ক্রোতোনের পর ঘরের মাঠে ভেরোনার সঙ্গেও ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। এই ড্রয়ে পাঁচ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে গেছে তুরিনের ক্লাবটি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান। ন্যাপোলি, সুসুলুর পয়েন্ট ১১ করে। ১০ পয়েন্ট নিয়ে চারে আছে ইন্টার মিলান।
এএন/০৫