দক্ষিণ সুনামগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৭, ২০২০
০৮:৫০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২০
০৮:৫০ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে ও কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পুষ্টি বিষয়ক কর্মকর্তা আব্দুল আলীমের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মো. আলা উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদ, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, আনছার ভিডিপি কর্মকর্তা নীলুফা চৌধুরী, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, স্যানিটারি কর্মকর্তা শহীদুল্লাহ, সহকারী শিক্ষক এরশাদ আলী, পিআইও অফিসের সাইদুর রহমান প্রমুখ।

 

এসটি/আরআর-০৭