রিয়ালকে রুখে দিয়েছে মনশেনগ্লাডবাখ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২০
০২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০২:৩৪ পূর্বাহ্ন



রিয়ালকে রুখে দিয়েছে মনশেনগ্লাডবাখ

২৫ বছর আগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে খেলতে গিয়ে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত হয়েছিল ৫-১ গোলে। আড়াই দশক পর প্রতিশোধ নিতে ফের জার্মানিতে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি। প্রতিশোধ নিতে পারেনি দলটি। তবে দুই গোলে পিছিয়ে পড়েও ড্রয়ের সন্তুষ্টি নিয়ে ফিরছে তারা। তবে আরও একটি হোঁচটে চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণ কঠিন করে ফেলছে স্প্যানিশ জায়ান্টরা।  
স্টাডিও বরুসিয়া পার্কে মঙ্গলবার রাতে বরুসিয়া মনশেনগ্লাডবাখ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের ব্যবধানে অমীমাংসিত থাকে।
চ্যাম্পিয়ন্স লিগে এবার দ্বিতীয় সারির শাখতার দোনেস্কের কাছে হেরে শুরু করেছিল রিয়াল। এদিনও প্রায় হেরেই যাচ্ছিল। ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ফিরে আসে তারা। তবে মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ডরা সহজ সুযোগ নষ্ট না করলে এবং গোলরক্ষক থিবো কর্তুয়া অসাধারণ কিছু সেভ না করলে এ ম্যাচেও হারতে হতো তাদের।
এএন/০৮