জামালগঞ্জে উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জামালগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২০
০৫:৫৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন



জামালগঞ্জে উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুনামগঞ্জের জামালগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীতে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম-আহ্বায়ক অঞ্জন পুরকায়স্থের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আহ্বায়ক মো. ওয়ালী উল্লাহ সরকার। স্বাগত বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক সমরেন্দ্র আচার্য শম্ভু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার ও প্রধান বক্তার বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য। এতে স্বরচিত কবিতা পাঠ করেন পঙ্কজ শীল ও নৃত্য পরিবেশন করেন অন্বেষা চৌধুরী পূজা। এছাড়া জাতীয় সঙ্গীতের পাশাপাশি যৌথ ধামাইলে অংশগ্রহণ করেন উদীচীর সদস্যসহ আগত অতিথিবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য আপা কর্মকর্তা ইতি রানী দেবী, কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহ-সভাপতি মো. আলী আমজাদ, উপজেলা উদীচীর আহ্বায়ক কমিটির সদস্য বিধান ভূষণ চক্রবর্ত্তী, শাহানা আল আজাদ, ননী গোপাল তালুকদার, বিশ্বজিৎ রায়, সিন্ধু ভূষণ তালুকদার, সোনালী রায়, বেবী রানী তালুকদার, স্বপন তালুকদার, রুবেল তালুকদার প্রমুখ।

 

বিআর/বিএন/আরআর-০৪