মাধবপুরে মাস্ক না পরায় ৮ ব্যক্তিকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি


অক্টোবর ৩০, ২০২০
০৩:৫৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২০
০৩:৫৮ পূর্বাহ্ন



মাধবপুরে মাস্ক না পরায় ৮ ব্যক্তিকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে করোনা ভাইরাসের সংক্রমন রোধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। মুখে মাস্ক না লাগিয়ে গলায় ঝুলিয়ে ও পকেট রেখে স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। এদিকে দোকানের মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্টান ও আটজনকে মোট ৬ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবপুর বাজারে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাশনূভা নাশতারাণের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ বলেন, দেশে দ্বিতীয় বারের মতো লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 

তিনি আরও বলেন, মাধবপুর বাজারে সকল ব্যবসায়ীকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ও দোকানের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। বাজারে আসা লোকজনদের প্রতি তিনি অনুরোধ জানান, সবাই যেন মাস্ক পরে বাজারে আসে। 

তিনি আরো জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএমআর/বিএ-০৮