শায়েস্তাগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ৩০, ২০২০
০২:২৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২০
০২:২৮ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নে প্রতি বছরের ন্যায় এবার ও নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নুরপুর  ইউনিয়নের সুন্নী জনতার উদ্দেগে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবীর র‍্যালিটি  অলিপুর সোনার নগর রাবার ক্যাম্প জামে মসজিদের  সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন ঢাকা সিলেট মহাসড়ক প্রদর্শন করে পুর্ব নোয়াগাও জামে মসজিদের সামনে এসে এক পথসভায় মিলিত হয়। এসময় মিছিলে অংশ নেয় শাহজীবাজার সুতাং সুন্নী ঐক্য পরিষদ, অলিপুর  কেন্দ্রীয় জামে মসজিদ,  শাহজীবাজার সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা, পুর্ব নোয়াগাও জামে মসজিদ ও মাদরাসার  অসংখ্য মুসল্লীগণ  ও এলাকার সুন্নী জনতা ও সাধারণ মানুষ।  

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মাওলানা ক্বারী শামীম ওসমানের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মো. তরিকুল্লাহ তওহিদ, মাওলানা সৈয়দ আবুল কালাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা নুরুল হক খান, হাফেজ মো. জাকির হোসেন, মুফতি সৈয়দ মোজাক্কির হোসেন, মো. সিরাজুল ইসলাম, মো. বাচ্চু মিয়া, হাফেজ মো. ইয়াকুব হোসেন, মো. জয়নাল ভান্ডারী প্রমুখ।

আলোচনা সভা শেষে আখেরী মোনাজাত করা হয়। আখেরী মোনাজাতে দোয়া করেন পুর্ব নোয়াগাও জামে মসজিদের খতিব সৈয়দ মোজাক্কির হোসেন। 

এছাড়াও বক্তারা ফ্রান্সে নবীজীকে ব্যঙ্গচিত্র করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং ফ্রান্সের সকল পণ্য সকল ইসলামিক দেশগুলোকে বর্জনের আহব্বান জানান।

এসএইচআর/বিএ-১৩