মহানবীকে অবমাননার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

জগন্নাথপুর প্রতিনিধি


অক্টোবর ৩০, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন



মহানবীকে অবমাননার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

ফ্রান্স সরকারের মদদে বিশ্বমানবতার দূত মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। 

আজ শুক্রবার বাদজুম্ম জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর শাখার  উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম শায়খে সৈয়দপুরী, কাতিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ ইমদাদুল্লাহ শায়খে কাতিয়া, জালালপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শায়খ জামির উদ্দিন, কুবাজপুর মাদরাসার মুহতামিম  মাওলানা শায়খ গিয়াস উদ্দিন, নারিকেলতলা মাদরাসার মুহতামিম মাওলানা তারিফ উদ্দিন,  জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রাহমান প্রমুখ। 

এসময় উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিদ্দিক আহমদ হাসনু, মাওলানা ফজল আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা লুৎফুর রাহমান মুরাদাবাদী, মাওলানা আতাউর রাহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাওলানা ফখর উদ্দিন, মাওলানান মুফতি শামিম আহমদ, মাওলানা মুতিউর রহমান শাসননবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহীনূর রাহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা হাফিজ সাঈদ আহমদ, মাওলানা হাফিজ সৈয়দ সোহাইল আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই আল-হাদী, সহ প্রচার সম্পাদক  মাওলানা সাঈদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুর রাহমান, সহ অর্থ সম্পাদক মাওলানা নুর হোসাইন জিলানী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু, সমাজসেবা সম্পাদক মাওলানা মুজাহিদ খান, সাহিত্য সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, যুব জমিয়ত সভাপতি মাওলানা ইরশাদ খান আল-হাবীব, ছাত্র জমিয়ত সভাপতি শেখ শামছুল ইসলাম, মাওলানা মুফতি আতিক ক্বাসেমী, মাওলানা সৈয়দ হাবিব সালেহ, মাওলানা ছদরুল আমিন চৌধুরী, মাওলানা শাহীনূর রহমান, মাওলানা সৈয়দ গোলজার আহমদ, মাওলানা তোফায়েল আহমদ কামরান, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা আমিনুল হক তাহমিদ, মাওলানা সৈয়দ মুমিন আহমদ, মুফতি নুরুল আমিন, মাওলানা ইব্রাহিম খলিল, সৈয়দ ইয়াকুব আহমদ, রাসেল মাহমুদ, আবু তালহা সাফওয়ান, সাইফুল ইসলাম, শামসুল হক নোমানী, খলিলুর রহমান, বুরহান উদ্দিন, সৈয়দ আরিফ আহমদ, এনামুল হকসহ হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এএ/বিএ-১৪