সাংসদ আবু জাহিরের রোগ মুক্তি কামনায় নুরপুরে দোয়া মাহফিল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ৩০, ২০২০
০২:৫২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২০
০২:৫২ অপরাহ্ন



সাংসদ আবু জাহিরের রোগ মুক্তি কামনায় নুরপুরে দোয়া মাহফিল

নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে সাংসদ অ্যাডভোকে মো. আবু জাহিরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নতুন ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছাক আলী সেবন, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মারুফ আহমেদ,  শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক মো. জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক জাহাঙ্গীর আলম, মহসিন পাশা ইদু, ইউনিয়ন আওয়ামী সহসভাপতি অলি হোসেন লিচু, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সামছুল হক, আওয়ামী  নেতা কবির মিয়া, মো. শাহজাহান তালুকদার, বিশিষ্ট মুরব্বী ওয়াহাব উল্লাহ, আওয়ামী লীগ নেতা আরজু মিয়া,  ছাত্রলীগের আহব্বায়ক মুজিবুর রহমান উদয়, যুগ্ন আহব্বায়ক আবেদুর রহমান পাভেল, মোবারক হোসেন প্রমুখ। 

এছাড়াও এসময় নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের সভাপতি,  সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্চাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।  

উক্ত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন সুতাং বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো, আবুল বাশার।

উল্লেখ্য, গত ২৫ই অক্টোবর সাংসদ আবু জাহির করোনার পরীক্ষার জন্য নমুনা দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে ২৮ ই অক্টোবর সকালে সিএমএইচে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এসএইচআর/বিএ-১৫