শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২০
০৬:১০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২০
০৩:০৬ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টায় এ ঘটনাটি ঘটে ।
জানাযায়, ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দক্ষিনবড়চর এলাকায় হবিগঞ্জগামী বিছমিল্লাহ পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক।
এএম/বিএ-১৬