দক্ষিণ সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ৩১, ২০২০
০৫:৪১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২০
০৭:৪৪ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। 'মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র'- এমন শ্লোগান নিয়ে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. আলা উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিক খাঁন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, মনির উদ্দিন, শফিকুল ইসলাম, আমিনুর রশীদ আমিন, আক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ, ইউপি সদস্য আশরাফ আলী, রনজিত সূত্রধর, উপজেলা যুবলীগ নেতা মো. বাবুল হোসেন, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু খালেদ চৌধুরী রুবেল প্রমুখ।

 

এসটি/বিএন/আরআর-০৪