মাধবপুর প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২০
১০:৫২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২০
১২:৪৮ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল 'মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র'।
মাধবপুর উপজেলা পুলিশিং কমিটির আয়োজনে আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে মাধবপুর থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক শাহ মো. মুসলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
এতে আরও বক্তব্য দেন, কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব আতিকুর রহমান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, চেয়ারম্যান ফারুখ পাঠান, আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান, তোফায়েল হোসেন চৌধুরী অপু, নাসির খান, পৌর কাউন্সিলর বাবুল হোসেন খান, আইয়ুব খান প্রমুখ।
এসএম/বিএন/আরআর-০৫