ছাতকে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩৫, আটক ২৭

ছাতক প্রতিনিধি


অক্টোবর ৩১, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন



ছাতকে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩৫, আটক ২৭

সুনামগঞ্জের ছাতকে নির্বাচনী মতবিনিময় সভাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের বাজনামহল ও বাঁশখলা মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ২৭ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনে জনৈক এক কাউন্সিলর পদপ্রার্থীর মতবিনিময় সভায় লোকজন আসার সময় প্রতিপক্ষের লোকজন বাধা প্রদান করেন। এ নিয়ে গতকাল শুক্রবার রাতে বাজনামহল এলাকায় বাঁশখলা মহল্লার আব্দুর রশীদের পুত্র শাহানুল ইসলাম জনি ও বাজনামহল মহল্লার মৃত ময়না মিয়ার পুত্র এহিয়া আবেদীন বাবুর পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আজ শনিবার সকালে শহরের কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠক শেষে আবারও দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে বাজনামহল ও বাঁশখলা মহল্লাবাসী তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় মহল্লার অন্তত ৩৫ জন আহত হন। 

সংঘর্ষে আহতদের মধ্যে মোস্তাকুর রহমান (১৯), শাহীন আহমদ (২৯), তাজির আহমদ (৬৭), রিয়াজ আহমদ (২৬), সাদিক আহমদ (২৪), রহিম আলী (২২), করিম মিয়া (২৪), জামিল আহমদ (১৬), সাকিব আহমদ (২৫), তানভির (২২), জয়নাল মিয়া (২৩), নূরুল আমিন (২৩), আবুল হোসেন (২৬), শাহানুল ইসলাম জনি (২০), ওয়াতির আলী (৪৫), রিপন মিয়া (৩০), আব্দুন নূর (৪০), রুমেন (২৫), আব্বাস (৩০), শহীদ হাসান (২২), আব্দুর রহিম (২০), আব্দুল আহাদ মামুন (৩২), নূরুল হক (২৯) জাহেদ আহমদ (২০), জয়নাল আবেদীন (৬০), শরীফ (২৩), রবি (২৪), সামছু মিয়া (২০), ইছহাক মিয়া (২৭), শামীম (৩০), সুজন (২৬), শফিক মিয়া (৫৪) ছাতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সংঘর্ষে জড়িত সন্দেহে হাসপাতাল থেকে আহত ২৭ জনকে আটক করেছে পুলিশ। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন ২৭ জনকে আটকের কথা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এমএ/আরআর-১৫