সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০১, ২০২০
০৮:২২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২০
০৮:২২ পূর্বাহ্ন
ম্যানচেস্টার সিটির জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নিজের ১০০তম ম্যাচ খেলতে নামেন কাইল ওয়াকার। ২৬ মিনিটে এই ইংলিশ ডিফেন্ডার পান গোলের দেখা। তার একমাত্র গোলেই জয় পায় ম্যান সিটি। এই জয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে কোচ পেপ গার্দিওলার দল। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। শীর্ষে থাকা এভারটনের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে তারা। আর ৭ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে শেফিল্ড ইউনাইটেড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে শেফিল্ড ছাড়া এখনো জয় দেখেনি ওয়েস্ট ব্রম, বার্নলি ও ফুলহ্যাম।
এএন/০৩