তাবিথকে হারিয়ে সহ-সভাপতি হলেন মহি

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২০
০৩:৫০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২০
০৩:৫০ পূর্বাহ্ন



তাবিথকে হারিয়ে সহ-সভাপতি হলেন মহি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের মধ্যে ২০টির নিষ্পত্তি হয়েছিল গত ৩রা অক্টোবর। টানা চতুর্থ মেয়াদে বাফুফে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও আব্দুস সালাম মুর্শেদী। ওই দিন চার সহ-সভাপতির মধ্যে তিন জন নির্বাচিত হন। তারা হলেন  ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া মানিক। সমন্বয় পরিষদ থেকে মহিউদ্দিন আহমেদ মহি ও স্বতন্ত্র হিসেবে তাবিথ আউয়ালের বাক্সে সমান ৬৫ ভোট পান। গতকাল সহ-সভাপতির সেই একটি পদে আবারো নির্বাচন অনুষ্ঠিত হয়। নগরীর হোটেল সোনারগাঁওয়ে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে উপস্থিত ১৩০ ভোটারের মধ্যে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন মহিউদ্দিন আহমেদ মহি। তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট।
বাফুফে’র নতুন কার্যনির্বাহী কমিটি
সভাপতি - কাজী মো. সালাউদ্দিন
সিনিয়র সহসভাপতি- আব্দুস সালাম মুর্শেদী
সহসভাপতি- ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি।
সদস্য- জাকির হোসেন চৌধুরী, আবদুল ওয়াদুদ পিন্টু, বিজন বড়ুয়া, আরিফ হোসেন মুন, নুরুল ইসলাম নুরু, মাহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ, মাহফুজা আক্তার কিরণ, হারুনুর রশিদ, আমের খান, সাইফুল ইসলাম ও মহিদুর রহমান মিরাজ।
এএন/০৫