দশ জনের আলাভেসকে হারাতে পারেনি বার্সা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২০
০৮:০১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২০
০৮:৫২ অপরাহ্ন



দশ জনের আলাভেসকে হারাতে পারেনি বার্সা

স্প্যানিশ লা লিগায় এবার আলাভেসের মাঠে হোঁচট খেয়েছে বার্সেলোনা। শেষ চার ম্যাচে জয় পায়নি রোনাল্ড কোমানের শিষ্যরা।  জয় যেন সোনার হরিণ হয়ে গেছে দলটির জন্য। 

স্টাডিও ডি মেন্ডিজোরোজায় শনিবার আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে মেসিরা।

ম্যাচের ৩১ মিনিটে স্বাগতিকদের একটি গোল উপহার দেন বার্সেলোনা গোলরক্ষক নেতো। পিকের ব্যাকপাস ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। তার কাছ থেকে বল কেড়ে জালে প্রবেশ করান রিওজা। 

৬৩ মিনিটে বড় ধাক্কা খায় আলাভেজ। দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন জোতা। 

পরের মিনিটেই সমতায় ফেরে বার্সেলোনা। ডিফেন্ডারের ভুল ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান গ্রিজমান। দারুণ দক্ষতায় গোলরক্ষকের মাথার উপর দিয়ে আলতো চিপে লক্ষ্যভেদ করেন এ ফরাসি। বার্সার হয়ে এটি মৌসুমের প্রথম গোল আতোঁয়ান গ্রিজমানের। শেষ আধ ঘণ্টা আলাভেস দশজন নিয়ে খেললেও ফরোয়ার্ডের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি তারা।

শেষ দিকে মুহুর্মুহু আক্রমণ করে বার্সা। মেসি ও বদলি খেলোয়াড় দেস্তের একের পর এক শট ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক। ফলে ড্র মেনেই মাঠ ছাড়তে হয় কাতালানদের।

ছয় ম্যাচে ২টি জয় ২টি ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বর অবস্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

এএন/০৮