শপথ নিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র

জগন্নাথপুর প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২০
০১:২১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২০
০১:২২ পূর্বাহ্ন



শপথ নিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া শপথগ্রহণ করেছেন। আজ রবিবার (১ নভেম্বর) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মশিউর রহমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়াকে শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সদস্য সৈয়দ মাছুম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার মেয়রের শুন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া মেয়র নির্বাচিত হন।

 

এএ/আরআর-০৯