শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০২, ২০২০
১১:৪৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২০
১১:৪৩ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আহমদ আলী শাওন (২২) নামের এক যুবক নিখোঁজের একদিন পর তার লাশ পাওয়া গেছে শায়েস্তাগঞ্জের কদমতলীর বড়বিলের পাশে। তিনি উপজেলার কদমতলী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার মরড়া সড়কের পাশে কদমতলীর আধা কিলোমিটার সামনে বড়বিলের মধ্যখানের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, আহমদ আলী মৃগীরোগী এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন। গতকাল রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি তাকে। পরে গতকাল সন্ধ্যায় শাওনের ছোটভাই শাকিল শায়েস্তাগঞ্জ থানায় তার ভাই নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরি করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, 'শাওনের পরিবারের কাছ থেকে জেনেছি তিনি দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিলেন। হয়তো বিলের ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি। আমরা যাচাই-বাছাই শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।'
এসডি/আরআর-০১