ফ্রান্সের বিপক্ষে জগন্নাথপুরে ২৭টি সংগঠনের বিক্ষোভ

জগন্নাথপুর প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২০
০৮:৩৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২০
০৮:৩৯ অপরাহ্ন



ফ্রান্সের বিপক্ষে জগন্নাথপুরে ২৭টি সংগঠনের বিক্ষোভ

বিশ্ব মানবতার মহাদূত মহানবী হজরত মুহাম্মদকে (সা.) ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৭টি সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল পৌর শহরের পৌর পয়েন্টে এসে মিলিত হয়। পরে ২৭টি সংগঠনের নেতৃবৃন্দ একযোগে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।

এতে বক্তব্য দেন, ইয়াং স্টার জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মুকিত, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর শাখার সভাপতি মাসুম মিয়া ও স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক খালেদ বিন এনাম।

মিছিলে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো- আর্দশ সমাজ কল্যাণ যুব সংঘ, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর, ইয়াং স্টার জগন্নাথপুর, আলোর প্রত্যাশা, রসুলগঞ্জ সামাজ কল্যাণ সংস্থা, এরালিয়া বাজার ছাত্র ঐক্য পরিষদ, নিউ এম এম সংঘ, মুক্ত সমাজ কল্যাণ সংস্থা, থিয়েটার, জগন্নাথপুর ছাত্র কলতান পরিষদ এমসি সিলেট, চিলাউড়া মাঝপাড়া সমাজ কল্যাণ পরিষদ, প্রাক্তন ছাত্র পরিষদ, হজরত শাহজালাল (রা:) তরুণ সংঘ, ফ্রেন্ডস ক্লাব, জাবেদ শাহ সমাজ কল্যাণ সংস্থা, আলোকিত সমাজ কল্যাণ সংস্থা, স্টুডেন্টস ওয়েলফেয়ার ট্রাস্ট, ইজমা ওয়েলফেয়ার ট্রাস্ট, তালতলা যুব সংঘ, সৈয়দপুর শাহ শামসুদ্দিন (র.) ইসলামী একাডেমী, আল আকবর তরুণ আলেম সমাজ, আল ইনসাফ যুব সংঘ, কিশোরপুর সমাজ কল্যাণ সংস্থা, ক্রিকেট ডেভেলপমেন্ট অব পাটলী এবং হাবিবিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা।

 

এএ/আরআর-০৫