ধর্মপাশায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২০
০৯:০০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২০
০৯:০০ অপরাহ্ন



ধর্মপাশায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের সামনের সড়ক লাগোয়া সরকারি জায়গা থেকে একটি রেইনট্রি গাছ আজ সোমবার (২ অক্টোবর) সকালে দু'জন শ্রমিক নিয়োজিত করে কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের মো. আব্দুল মোমেন নামের এক ব্যক্তির নির্দেশে গাছটি কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের সামনের সড়কের সরকারি জায়গায় ৫-৭ হাজার টাকা মূল্যের একটি রেইনট্রি গাছ ছিল। সোমবার সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মোমেন দুইজন শ্রমিক নিয়োজিত করে গাছটি কেটে ফেলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে গাছ কাটার খবরটি জানতে পারেন স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন মিয়া। তিনি খবরটি যাচাই করে গাছ কাটার সত্যতা পান। পরে তিনি ঘটনাটি জয়শ্রী ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নান্নু চক্রবর্তীকে জানান। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ঘটনাস্থলে লোক পাঠিয়ে রেইনট্রি গাছ কেটে ফেলার সত্যতা পান। তবে লোক জানাজানি হওয়ায় আব্দুল মোমিন শ্রমিক কেটে ফেলা গাছটি নিজের বাড়িতে নিয়ে যেতে পারেননি। গাছটির কাটা অংশ এখনও সেখানেই পড়ে রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মো. আব্দুল মোমিন বলেন, 'এই গাছটি সড়কের ধারে আমিই লাগিয়েছিলাম। গাছটির ডালপালা আশেপাশে ছড়িয়ে পড়ায় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় আমি গাছটি কেটে ফেলেছি। কাউকে না জানিয়ে গাছটি কেটে ফেলা আমার ভুল হয়েছে। গাছটির কেটে ফেলা সবটুকু অংশ সরকারি জিম্মায় নেওয়ার জন্য নায়েব সাহেবকে (ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা) বলেছি।'

জয়শ্রী ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা নান্নু চক্রবর্তী বলেন, 'যে ব্যক্তি সরকারি এই রেইনট্রি গাছটি কেটেছেন তিনি জানিয়েছেন, ওই গাছটি না কাটলে ভয়ানক বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারত মনে করে তিনি গাছটি কেটে ফেলেছেন। তবে অনুমতি না নিয়ে গাছটি কেটে ফেলায় তিনি আমার কাছে ভুল স্বীকার করেছেন। গাছটির ডালপালা ও গাছের টুকরো সেখানেই পড়ে আছে। গাছের টুকরো ও ডালপালাগুলো সরকারি জিম্মায় নেওয়া হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।'

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, 'সরকারি গাছ কাটার ঘটনাটি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

 

এসএ/আরআর-০৬