সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৩, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ফলে লিগে ১৪ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয় পেল দলটি। এই জয়টি এসেছে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়েরই একমাত্র গোলে।
করোনার করাল গ্রাসে ফুটবল বন্ধ হয়ে যাওয়ার আগে জানুয়ারিতে এই আর্সেনালের সঙ্গে শেষ দেখাটাও যে ছিল হারের তিক্ততায় ভরা। এমিরেটসে সে ম্যাচে ২-০ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৯ মিনিটে অবামেয়াং পেনাল্টি থেকে লিড এনে দেয় আর্সেনালকে। ম্যাচ শেষ বাঁশি বাজা পর্যন্ত যে লিড ধরে রেখে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।
এ জয়ে ৭ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে আর্সেনাল। আর ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ম্যানইউ। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
এএন/০৫