জামিন পেলেন নবীগঞ্জের মেয়রসহ ৪ জন

নবীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০৩, ২০২০
১০:২৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২০
১২:২১ অপরাহ্ন



জামিন পেলেন নবীগঞ্জের মেয়রসহ ৪ জন

নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ভূমি জালিয়াতির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী ও দলিল লেখক যুবরাজ গোপসহ ৪ জন।

গতকাল সোমবার (২ নভেম্বর) সকালে তারা হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শেষে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। আগামী ১১ নভেম্বর উক্ত মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মালিক টাওয়ারের ভূমি নিয়ে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছিলেন নোয়াপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মো. আনোয়ার মিয়া। আনোয়ার মিয়ার মৃত্যুর পর তার পুত্র মামলাটি পরিচালনা করছেন। ওই মামলায় আসামি করা হয় বুরহানপুর গ্রামের মৃত আলাউদ্দিন আহমদের পুত্র আব্দুল মালিক, নাদমপুর গ্রামের মৃত ছানু মিয়ার পুত্র মিজান আহম্মদ, দলিল লেখক যুবরাজ গোপ, শনাক্তকারী নাদামপুর গ্রামের মৃত কায়মন আলীর পুত্র মোতাব্বির হোসেন, দলিলের সাক্ষী পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী ও ইনাতাবাদ গ্রামের কদ্দুছ খানের পুত্র আকলিছ খানকে।

মামলায় ৬ আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেন বিজ্ঞ আদালত। বিজ্ঞ আদালতের সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত।

সোমবার অভিযুক্ত মেয়র ছাবির চৌধুরী ও দলিল লেখক যুবরাজ গোপসহ ৪ জন আদালতে হাজির হন। বাকি দুই বিবাদীর মধ্যে একজন যুক্তরাজ্যে ও অপরজন কানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শেষে বিজ্ঞ বিচারক আগামী ১১ নভেম্বর পর্যন্ত আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

 

এএম/বিএন/আরআর-০৩