ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ০৪, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২০
০২:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের একটি বাড়ির উঠানে বাল্যবিবাহ রোধ, অল্প বয়সে গর্ভধারণ ও বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা ডিএসকে'র হিয়া প্রকল্পের অভিভাবক নেটওয়ার্ক ফোরাম নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কিশোর, কিশোরী, অভিভাবকসহ ৪০ জন অংশ নেন। হিয়া প্রকল্পের কর্মকর্তা জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক সালেহ আহমদ।
প্রকল্প সহযোগী শাহজাহান কবীরের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন, প্রকল্প সহযোগী অনুকুল চন্দ্র দাস, নেটওয়ার্ক ফোরামের সভাপতি শেরেগুল মিয়া, অভিভাবক নাদিরা আক্তার প্রমুখ।
পরে একই লক্ষ্যে মাটিকাটা গ্রামের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসএ/আরআর-১০