শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৩, ২০২০
০৪:০৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০৪:০৫ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনাসহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাংসদ অ্যাডভোকেট মো. আবু জাহিরের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. ছালেক মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলালের পরিচালনায় জেল হত্যা দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত, পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিল মো. আব্দুল গফুর, মো. রাহেল মিয়া সরদার, আবু আহমেদ বেলু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর খায়রুল আলম, মাসুদুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক তাহির মিয়া খান, মোশাররফ হোসেন শাহেদ, পৌর আওয়ামী লীগ নেতা অসিত দাস মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিত দেব, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো. মহারাজ মিয়াসহ পৌর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এইচআরডি/বিএ-১৭