মাধবপুরে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার

মাধবপুর প্রতিনিধি


নভেম্বর ০৪, ২০২০
১০:১৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
১১:০৪ পূর্বাহ্ন



মাধবপুরে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের একটি ভাড়া বাসায় টাস্কফোর্সের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে এসব আতশবাজি উদ্ধার করা হয়।

হবিগঞ্জের ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারানের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল মাধবপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার ৮শ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আতশবাজিগুলোর মধ্যে রয়েছে ১৮শ প্যাকেট ভারতীয় কোবরা, ১ হাজার প্যাকেট তারাবাজি ও ৮ হাজার প্যাকেট পেরট বাজি।

মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, বিজিবিকে নিয়ে অভিযান চালিয়ে এ আতশবাজিগুলো উদ্ধার করা হয়েছে। বিজিবি আতশবাজিগুলো কাস্টমসে জমা দেবে।

 

এসএম/বিএন/আরআর-০৩