হবিগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

হবিগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০৪, ২০২০
১১:৪৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
১১:৪৪ পূর্বাহ্ন



হবিগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় বিলাসবহুল মুন জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৪ নভেম্বর) বিকেলে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মাসুদ করিম। তিনি রংপুর জেলার সদর উপজেলাধীন রাধাভল্বব গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র।

হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানরত অবস্থায় ওই ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার সকল কাগজপত্র পর্যবেক্ষণ করে তিনি যে ভুয়া চিকিৎসক তার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন।

 

এসআর/আরআর-০৭