ফ্রান্সের বিরুদ্ধে দ. সুনামগঞ্জে মিছিল-সমাবেশ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০৫, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন



ফ্রান্সের বিরুদ্ধে দ. সুনামগঞ্জে মিছিল-সমাবেশ

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চিকারকান্দি বাজারে ‘পূর্ব পাগলা তৌহিদী জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রিন্সিপাল মাওলানা আকতার হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আলী খাঁন ও বদরুল আলমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, শায়খ জামাল উদ্দিন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ, আহমদ জামাল, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা হাসান আহমদ, মাওলানা ইজাজুল ইসলাম, মাওলানা আব্দুল হাই, মাওলানা মাশুক আহমদ ও মাওলানা ছমির উদ্দিন।

বক্তারা হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করার জন্য বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে রাষ্ট্রীয়ভাবে এ ঘটনায় নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মহিউদ্দিন, আব্দুল লতিফ, সৈয়দুর রহমান, মাওলানা নোমান আহমদ, ইমদাদুল হক, ইমরান হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে শতাধিক জনতার অংশগ্রহণে চিকারকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগ্রাম পয়েন্টে গিয়ে শেষ হয়।

 

এসটি/আরআর-১১