মিশিগানে এক তালে ছুটছেন বাইডেন ও ট্রাম্প!

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২০
১১:২৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২০
১১:২৬ অপরাহ্ন



মিশিগানে এক তালে ছুটছেন বাইডেন ও ট্রাম্প!

যত সময় যাচ্ছে মার্কিন মুল্লুকের দুই প্রেসিডেন্ট প্রত্যাশীর লড়াই উৎকন্ঠা আর উত্তেজনার পারদ ছড়াচ্ছে। পুরো বিশ্বের মনযোগ যেন এখন যুক্তরাষ্ট্রে। আরও নির্দিষ্ট করে বললে মিশিগানে। কারণ এখানকার ফলাফল দুই প্রার্থীর ভবিষ্যতের নিয়ামক হতে পারে। তাই কারও চোখ ফোনের স্ক্রিনে, কারও বা টিভির পর্দায়। মনে হচ্ছে যেন ক্রিকেট ম্যাচের শ্বাসরুদ্ধকর মুহূর্ত চলছে। এক বলে উইকেট তো অন্য বলেই চার-ছয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি কে হাসবেন তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। ভোট গণনার শেষ পর্যায়ে চলছে টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মিশিগানে। সর্বশেষ তথ্য মতে মিশিগানে এগিয়ে রয়েছেন বাইডেন।

ইয়াহু নিউজের তথ্য মতে, বাংলাদেশের স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটের দিকে মিশিগান অঙ্গরাজ্যে মোট ভোটের ৯৪ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জো বাইডেন মিশিগানের ভোট পেয়েছেন ২৫ লাখ ১৮ হাজার ৯২৩টি। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৫ লাখ ৮৪৩ ভোট। বাইডেনের চেয়ে ১৮ হাজার ৮০ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন ট্রাম্প। তবে এর কিছুক্ষণ আগেও এগিয়ে ছিলেন ট্রাম্প।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ভোটারদের মধ্যে যাদের বয়স ৬৫ বছরের বেশি, তাঁদের প্রায় ৬৫ শতাংশ বাইডেনকে ভোট দেবেন। আর ৩২ শতাংশ ভোট দেবেন ট্রাম্পকে। পুরুষ ভোটারদের ৫০ দশমিক ৯ শতাংশ ট্রাম্পকে ভোট দেবেন এবং ৪০ দশদিক ৯ শতাংশ বাইডেনকে ভোট দেবেন।

 

এএফ/১৪