সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৫, ২০২০
১০:৩১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২০
১০:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়ায় নিজের বাড়ির সামনে থেকে বস্তা দিয়ে ঢেকে রাখা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম ঝুনু মিয়া (৩৩)।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃতদেহের গলায় আঘাতের চিহৃ রয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানান, নিহত ঝুনু মিয়ার বড় ভাইয়ের ছেলে বেশি অসুস্থ হওয়ায় গতকাল বুধবার রাতে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
অসুস্থ শিশুটিকে সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করে রাতেই বাড়ির উদ্দেশে রওয়ানা হন ঝুনু মিয়া। কিন্তু রাতে তিনি বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির সামনের পূর্বদিকে বস্তায় ঢাকা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
নিহতের মা আনোয়ারা বেগম বলেন, 'আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি ছেলের খুনির ফাঁসি চাই।'
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম)। তিনি বলেন, 'ঘটনাটি খুবই দুঃখজনক। কে বা কারা তাকে হত্যা করেছে এখনও বোঝা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।'
এসএস/আরআর-০১