জগন্নাথপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি


নভেম্বর ০৬, ২০২০
১২:২৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২০
১২:২৬ পূর্বাহ্ন



জগন্নাথপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুরের দক্ষিণপাড়া এলাকার আরব আলীর ছেলে হাসেন আলী ওরফে হাসান (২৮) এবং উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত নকুল ইসলামের ছেলে আজমল হোসেন (২৭)।

পুলিশ জানায়, গতকাল বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিবপুর শাহপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসাইন জানান, গ্রেপ্তারকৃত দুইজনই মাদক ব্যবসায়ী। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এএ/আরআর-০৭