ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ০৬, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ রোধ, অল্প বয়সে গর্ভধারণ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া ছাত্রছাত্রীদের হার কমিয়ে আনার লক্ষ্যে ইতিবাচক বিচ্যুতি (পজেটিভ ডেভিয়েন্স) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মশালা শুরু হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে'র হিয়া প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য, কাজি, ইউপি সদস্য, কিশোর-কিশোরীসহ ৩০ জন অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন হিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুয়েল রানা। প্রকল্প সহযোগী শাহজাহান কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনফর আলী খান, ইউপি সদস্য তামান্না আক্তার, অভিভাবক কল্পনা আক্তার, কিশোরী মুনিয়া আক্তার প্রমুখ।
এসএ/আরআর-০৯