ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ০৬, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২০
০২:০৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে যৌতুক, বাল্যবিবাহ ও ইভিটিজিং রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূল বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই ইউনিয়নের সম্প্রসারিত বিট পুলিশিং কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে। সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুজন চন্দ্র সরকার।
ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ধর্মপাশা থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন শাহ, ইউপি সদস্য শাহ জাহান মিয়া প্রমুখ।
এসএ/আরআর-১২