ডায়নামোকে হারিয়েছে বার্সেলোনা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২০
০৯:৪১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৯:৪১ অপরাহ্ন



ডায়নামোকে হারিয়েছে বার্সেলোনা

ঘরের মাঠে দাপটের সঙ্গে ডায়নামোকে হারিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ক্যাম্প ন্যু'তে ২-১ গোলে জয় পায় কাতালানরা।

ম্যাচের প্রথম পাঁচ মিনিটের মধ্যেই এগিয়ে যায় বার্সা। ডি-বক্সের মধ্যে ডায়নামো ডিফেন্ডার ডেনিস পপোভ, লিওনেল মেসিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে বার্সেলোনার পক্ষে দ্রুততম পেনাল্টি গোল করে দলকে এগিয়ে দেন মেসি। চলতি মৌসুমে এখনও পর্যন্ত তিনটি গোলের মধ্যে তিনটিই পেনাল্টি থেকে পেয়েছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

পরের দুই মিনিটেই ব্যবধান বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। আরও দুই গোল পেতে পারত বার্সেলোনা। পেদ্রির শট ক্রসবারে লেগে আটকে যায়, তার ঠিক পরের মিনিটেই অবিশ্বাস্যভাবে বল জালে ঢোকাতে ব্যহত হয় অ্যান্তনিও গ্রিজম্যান।

সেই সুযোগে, ডায়নামো বার্সার জালে বল জড়িয়ে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করে। তবে, ম্যাচের ৭৫ মিনিটে জেরার্ড পিকে'র গোলে শেষ হাসি হাসে বার্সাই। পুরো ম্যাচেই ছিল বার্সার দাপুটে পদচারণা। বার্সেলোনার ২২টি শটের মধ্যে ১৪টি ছিল লক্ষ্য বরাবর। ।

এই জয়ের ফলে, জি গ্রুপের তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সা। একই গ্রুপে, তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জুভেন্টাস।
এএন/০৪