তাহিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি


নভেম্বর ০৭, ২০২০
১০:২৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২০
১১:০৩ অপরাহ্ন



তাহিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জের তাহিরপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। উপজেলা সমবায় অফিসের পরিদর্শক ফয়সল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমবায়ী সংগঠক বিআরডিবির চেয়ারম্যান নুরুল হক।

এছাড়া বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর কমিউনিটি নেতা মনির হোসেন। এর আগে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হাসান।

 

এএইচ/বিএন/আরআর-০১