দিরাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

দিরাই প্রতিনিধি


নভেম্বর ০৭, ২০২০
১০:৩৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২০
১১:১১ অপরাহ্ন



দিরাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘সমবায়ই শক্তি-সমবায়ই মুক্তি, বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবায়ীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লা’র সভাপতিত্বে এবং ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার রাজ মনি সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি প্রশান্ত সাগর দাস, পল্লী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি কানু রঞ্জন দাস, বলাকা কৃষি সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, রাচ কৃষি সমবায় সমিতির সভাপতি যতীন্দ্র কুমার দাস, দিগন্ত কৃষি সমবায় সমিতির সভাপতি হোসনে আরা বেগম প্রমুখ। 

এরপর গত বৈশাখ মৌসুমে করোনাকালীন হাওরে ধানকাটার শ্রমিক সংকটে বিনা পারিশ্রমিকে কৃষকদের ধান কাটায় অবদান রাখার জন্য ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

এএইচ/বিএন/আরআর-০২