শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৭, ২০২০
১০:৪২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২০
১২:০৬ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হঠাৎ করেই শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পরেই বেশ শীত নেমে আসছে। আর শেষ রাতে বা কাকডাকা ভোরে পাওয়া যাচ্ছে শীতের ওম ওম আমেজ। গত দুইদিন ধরে রাতের বেলায় রাস্তায় বেশ কুয়াশাও পড়ছে। হাতেগোনা সময়ের হিসেবে শীতকাল আসতে মাসখানেক বাকি থাকলেও শীতের অগ্রিম আগমনী বার্তা দেখা দিয়েছে প্রকৃতিতে। সহজেই বোঝা যাচ্ছে শীত পড়তে শুরু করেছে। শহরের তুলনায় গ্রামের মানুষ শীতকে বরণ করতে শুরু করেছেন বেশি।
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা যায়, আবহাওয়াগত কারণে অনেকটা আগেই শীত অনুভূত হচ্ছে। তবে পুরোপুরি শীত পড়বে ডিসেম্বর থেকে।
এদিকে এখনও কার্তিক মাসের শেষ হয়নি। এ বছর শীত যেন অনেকটা আগে চলে এসেছে। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর হিমেল হাওয়া বইতে শুরু করে। বিশেষ করে যেসব এলাকায় গাছপালা বেশি, সেসব এলাকায় ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি।
প্রতিদিন রাত ও ভোর থেকে ঘন কুয়াশার চাদর ঢেকে যায় চারপাশ। সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকালে পথঘাট হালকা কুয়াশার চাদরে ঢেকে যায়। আমন ধানের পাতা আর ঘাসের উপর ঝরছে শিশির। রাস্তার পাশে ফুটপাতগুলোতে শীতের পিঠা বিক্রি করতে দেখা গেছে।
শীতের আগমনী বার্তায় প্রস্তুতি নিতে শুরু করেছেন শায়েস্তাগঞ্জের মানুষ। ইতোমধ্যে অনেককেই রাতের বেলায় শীতবস্ত্র পরতে শুরু করে দিয়েছেন। চাদর, সোয়েটার, শাল পরে বাইরে বের হতে দেখা গেছে মানুষকে। সন্ধ্যায় ও ভোরে হাঁটাহাঁটি শেষে জমছে চায়ের আড্ডা। শীতের এই সময়টি উপভোগের সুন্দর সময় বলে মনে করেন অনেকে।
আজ শনিবার (৭ নভেম্বর) শায়েস্তাগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। আস্তে আস্তে হাড়কাঁপানো শীত আসছে। শীতকে মোকাবেলা করার জন্য এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখতে হবে। তবে শীতে করোনাভাইরাসের প্রভাব বেশি থাকবে বলে সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এসডি/বিএন/আরআর-০৪