তারিক কাজীকে পাচ্ছে না বাংলাদেশ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৭, ২০২০
০৭:৫০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২০
০৭:৫০ অপরাহ্ন



তারিক কাজীকে পাচ্ছে না বাংলাদেশ


নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক রায়হান কাজীকে।

শুক্রবার এক ভিডিও বার্তায় বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার নিজেই চোটের বিষয়টি নিশ্চিত করেন। তার কুঁচকিতে টান লেগেছে আগের দিন। ফলে প্রয়োজন হবে চিকিৎসার, সেরে উঠতে সময় লাগবে বেশ কয়েক দিন।

দেশের ফুটবল অনুরাগীদের উদ্দেশে তারিক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আপনাদেরকে জানাতে হচ্ছে যে, আমি আমার ক্লাব বসুন্ধরা কিংসে ফেরত যাচ্ছি। কারণ, আমি কুঁচকিতে চোট পেয়েছি। মাংসপেশিতে টান পড়েছে। আমার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য খেলোয়াড়, কোচ ও স্টাফদেরকে আমি ধন্যবাদ জানাই।’

আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই চ্যালেঞ্জ সামনে রেখে জেমি ডের শিষ্যরা গত ২৪ অক্টোবর থেকে অনুশীলন করে যাচ্ছে।

বাংলাদেশের জার্সিতে এখনও আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়নি তারিকের। ক্যাম্পে যোগ দিয়ে জাতীয় দলে জায়গা পাওয়ার আশাবাদ জানিয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে আপাতত ভেস্তে গেল তার পরিকল্পনা।

এএন/০৩