তানজিদ-শামীমের ব্যাটিং নৈপুণ্যে জিতল টিম ‘বি’

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৭, ২০২০
১২:২৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২০
১২:২৪ অপরাহ্ন



তানজিদ-শামীমের ব্যাটিং নৈপুণ্যে জিতল টিম ‘বি’


হাই পারফরম্যান্স দলের একদিনের প্রস্তুতি ম্যাচে টিম ‘এ’র বিপক্ষে জিততে ‘বি’ টিমের ৫০ ওভারে প্রয়োজন ছিল ২৪১ রান। তানজিদ হাসান তামিম ও শামীম পাটোয়ারীর ব্যাটিং নৈপুণ্যে মাত্র চার উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই জয় তুলে টিম ‘বি’।

ওপেনার তানজিদ হাসান তামিম ৭৪ আর শামীম পাটোয়ারী ৬৭ রানে অপরাজিত থাকেন।
তামিম ৭৪ বলে ৭৪ রানের পথে চার মেরেছেন ৯টি ও ছক্কা হাঁকিয়েছেন দুটি। ৬৮ বলে ৬৭ রান করা মিডল অর্ডার শামীম পাটোয়ারি চার মেরেছেন ৬টি। আর ছয়ের মার ছিল ১টি।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখের ৬৯ বলে ৬৭ ও অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব’র ৮০ বলে ৫০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রানের সংগ্রহ পায় টিম ‘এ’।

টিম ‘বি’ মুকিদুল ইসলাম মুগ্ধ ও রেজাউর রহমান রাজা ২টি করে, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারি ১টি করে উইকেট শিকার করেছেন।

জয়ের জন্য ২৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ৭৪, শামীম পাটোয়ারির ৬৭ ও অধিনায়ক তৌহিদ হৃদয়ের ৫০ রানে ভর করে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় টিম ‘বি’।

টিম ‘এ’র রাকিবুল হাসান, সুমন খান, তানভির ইসলাম ও নোমান চৌধুরী সাগর ১টি করে উইকেট নিয়েছেন।

এএন/০৫