তাহিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি


নভেম্বর ০৮, ২০২০
০১:৩৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০৩:০২ পূর্বাহ্ন



তাহিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আজ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সাধিত হয়েছিল সিপাহী-জনতার এক ঐতিহাসিক বিপ্লব। এ উপলক্ষে  সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদল নেতা তুজ্জামিল হক নাসরুমের সঞ্চালনায় ও বিএনপির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জুনাব আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আবু জহুর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মন্নাছ, বিএনপির প্রচার সম্পাদক সাজিদুর রহমান, জিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক সোহানূর রহমান সোহাগ, জেলা বিএনপির সহ-দপ্তর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আবু জহুর, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সবুজ আলম, বিএনপি নেতা ফজলুল হক, আশিক নুর, বিল্লাল আমিন, যুবদল নেতা রিংকু রায়, তরিকুল ইসলাম শিপুল, তৌফিক আহমেদ, একরাম হোসেন, মিজানুর রহমান, হানিফ, শাহীন আলম, নূর মিয়া, গোলাম সরোয়ার ওহি, উপজেলা ছাত্রদল নেতা দেবাশীষ সরকার, সজল চন্দ্র সরকার, আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

প্রসঙ্গত, রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐতিহাসিক এই দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকার সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে, যা পরবর্তী সময়ে তাঁর ক্ষমতায় আসার পথ সুগম করেছিল।

 

এএইচ/আরআর-০৭