সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৭, ২০২০
১২:৪১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২০
১২:৪১ অপরাহ্ন
বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) ২০১৯ সালের ডিসেম্বরে রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট থেকে নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞার কবলে পড়ে ২০২০ সালের টোকিও অলিম্পিক, ২০২০ সালের কাতার ফুটবল বিশ্বকাপেও অংশগ্রহণ করতে পারবে না রাশিয়া। এই সপ্তাহের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট'র (সিএএস) শুনানি শুরু হয়েছে। যেখানে ইতোমধ্যেই দ্বন্দ্বে জড়িয়েছে দুই পক্ষ।
ওয়াডা সিএএস'কে অনুরোধ করেছিল যেন শুনানিটি জনসম্মুখে অনুষ্ঠিত হয়। তবে জনসম্মুখে শুনানি আয়োজনের জন্য দুই পক্ষকেই একমত হতে হয়, কিন্তু রাশিয়া এই ব্যাপারে একমত পোষণ করেনি। ফলে বদ্ধ আদালতেই অনুষ্ঠিত হচ্ছে শুনানি।
রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমত্রি মেদ্ভেদভ ইতোমধ্যেই জানিয়েছেন এটি রাশিয়ার বিরুদ্ধে একটি চক্রান্ত। এদিকে রাশিয়ার জন্য কোনো প্রকার সহমর্মিতা দেখালে আমেরিকা তাদের অনুদানের ২ দশমিক ৭ মিলিয়ন ইউরো প্রত্যাহার করে নেবে।
এর আগে ২০১৪ সালে ডোপ পজিটিভ হবার কারণে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল রাশিয়া। যার ফলে ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ১৫০ এর বেশি অ্যাথলেট অংশগ্রহণ করেছিলেন রাশিয়ার পতাকা ব্যতীত।
এএন/০৭