জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ০৮, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মুখলেসুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, শিক্ষক রাসেল আহমদ, সাংবাদিক আব্দুল হাই, সমবায় জাহির উদ্দিন, আশরাফুল হক, পান্না আক্তার, চাঁদনী বেগম প্রমুখ।
এর পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ এলাকায় এসে শেষ হয়।
এএ/আরআর-০৮