জগন্নাথপুরে পৌরসভাসহ ৮ ইউপি শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত

জগন্নাথপুর প্রতিনিধি


নভেম্বর ০৮, ২০২০
০১:৫৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০১:৫৪ পূর্বাহ্ন



জগন্নাথপুরে পৌরসভাসহ ৮ ইউপি শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রমিক লীগের পৌরসভা ও ৮টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হক ও সদস্য সচিব জাহির উদ্দিন কমিটির বিলুপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৪ নভেম্বর উপজেলা শ্রমিকদের এক জরুরি সভায় জগন্নাথপুর পৌরসভা এবং উপজেলার ৮টি ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ এসব কমিটির অনেকদিন ধরে দলীয় কোনো কার্যক্রম না থাকায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়। তবে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর জন্য দ্রুতসময়ের মধ্যে কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে জগন্নাথপুর পৌরসভা, উপজেলার কলকলিয়া, পাটলী, মিরপুর, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন শাখা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

 

এএ/আরআর-০৯